লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও ডাইরিয়া নিয়ে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার ওই যুবক নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনার পর রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালী গ্রামে নিহতের বাড়িসহ ৯টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফফার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ৩০০ লোককে লকডাউনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার