ফিলিস্তিনে এখন পর্যন্ত তিনশ' আটজন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা মোকাবেলায় আসন্ন রমজান মাসে আল আকসাসহ সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার দেশটির গ্রান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে। বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য মসজিদ বন্ধ রাখার যে ঘোষণা আগে দেয়া হয়েছিল, তা রমজানেও বলবৎ থাকবে।
এদিকে, ইসরায়েল করোনা ভাইরাসের এজেন্ট এবং জীবাণু ছড়ানোটাই তাদের পেশা- এই অভিযোগ করেছে ফিলিস্তিন সরকার।ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মিলহেম বলেন, ‘ইসরায়েল এই মহামারির এজেন্ট। এটাই তাদের পেশা। যখন এটা শেষ হবে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো। থুতু ছিটিয়ে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।’
এর আগে ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে ইসরায়েল। পরে ইসরায়েল সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ফিলিস্তিনিরা তাদের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে মিথ্যাচার করছে।
বিডি-প্রতিদিন/শফিক