নেত্রকোনায় নতুন করে আরও তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে নতুন আক্রান্ত উপজেলা হিসেবে যোগ হলো কেন্দুয়া। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খানের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এসব তথ্য পাওয়া যায়।
জানা গেছে, আজ নেত্রকোনায় শনাক্ত তিনজন হলেন জেলার খালিয়াজুরী উপজেলার পাচহাট গ্রামের ৪৫ বছরের একজন নারী, কেন্দুয়া উপজলার দলপা ইউনিয়নের কোনিয়াপাড়া গ্রামের ২৭ বছরের পুরুষ এবং নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৫ বছরের শিশুকন্যা।
খালিয়াজুরীতে ৩ তিন, বারহাট্টায় ৭ জন, মোহনগঞ্জে ১ জন ও নেত্রকোনা সদর উপজেলায় ৪ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ জন।
এদের মধ্যে একজন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা রয়েছেন। যিনি গাজীপুরের সালনা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন ৬ এপ্রিল। বাকি সিংহভাগই নারায়নগঞ্জ থেকে আসা। এছাড়া গাজীপুর ও নরসিংদী ফেরত কয়েকজন রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল