কিশোরগঞ্জে তিনজন চিকিৎসকসহ মোট ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে করিমগঞ্জে একজন নারী চিকিৎসকসহ তিনজন চিকিৎসক রয়েছেন। এরমধ্যে আজ বুধবার নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে সদর উপজেলায় দু'জন, তাড়াইলে দু'জন ও কুলিয়ারচরে একজন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ বুধবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
করোনা আক্রান্ত ছয়জন রোগী কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ও করোনা সন্দেহে ভর্তি রয়েছেন চারজন। ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে দু'জন রোগী, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন রোগী ও ১৩ জন রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল বলে সিভিল সার্জন জানিয়েছেন।
এছাড়া ইতোমধ্যে করিমগঞ্জে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এখন পর্যন্ত মোট ২৫২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ১৮৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক