বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন কেন্দ্রে নতুন করে আরও একজন রোগী ভর্তি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় শিবগঞ্জের এক ব্যক্তি (৪৫) শ্বাসকষ্ট ও জ্বর থাকায় তাকে ভর্তি করা হয়। তার নিবির পর্যবেক্ষণ চলছে। সন্দেহ দূর করতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল জানান, বগুড়ার আইসোলেশন কেন্দ্রে এখন একজন করোনাভাইরাস এর রোগী আছেন। আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে আছেন মোট ৬ জন। এদের মধ্যে একজন পুরুষ মঙ্গলবার রাতে ভর্তি হয়েছেন। ৫ জনই শ্বাসকষ্টের রোগী। তাদের পরিচর্যা চলছে। এ পর্যন্ত যাদের টেস্ট করা হয়েছে তাদের সকলেরই নেগেটিভ রয়েছে। ওই ব্যক্তির টেস্ট করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল