নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ৫০ জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
বুধবার রাতে তাদের ওয়েব সাইটে এ তথ্য আপলোড করা হয়। সে হিসেবে কিছুদিন আগে যেখানে ঘণ্টায় ২ জন ও পরবর্তীতে প্রতি ঘণ্টায় গড়ে ১ জন করে আক্রান্ত হচ্ছিল।
এখন প্রতি ঘণ্টায় ২ জনের বেশি আক্রান্ত হচ্ছে। এর আগের দিন ১৪ এপ্রিল জানানো হয়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১৬৪ জন। ১৩ এপ্রিল এ সংখ্যা ছিল ১৪৪।
এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন। এই ১৪ জনের মধ্যে শুধু ২ জন অর্থাৎ ১ জন শীতলক্ষা নদীর ওপার ও আরেক জন সিদ্ধিরগঞ্জ থানা এলাকার। বাকী সবাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন শহরও ফতুল্লা এলাকার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম