গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। মোট মৃত্যু ১২০।
বুধবার দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭ জন পুরুষ, নারী ৩ জন। এদের মধ্যে ৭ জন ঢাকার। ইতোমধ্যেই ৬৪ জেলার মধ্যে ৫৫টি জেলায় ভাইরাসটি সংক্রমিত হয়েছে। এদের মধ্যে শনাক্তের সংখ্যা ঢাকা শহর ও ঢাকা বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি। ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের ৭৩% এ এলাকাগুলোতে। এ পর্যন্ত নারায়ণগঞ্জেই মোট ৪৯৯ জন শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৩৫ জন, সুস্থ হয়েছেন ১৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ৭৩ জন।
উল্লেখ্য, গেল ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রাণঘাতী এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণের চলাচলে বিধি-নিষেধ আরোপ করে সরকার। বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব অফিস। সেই ছুটি কয়েক দফায় বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত।
বিডি-প্রতিদিন/শফিক