জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এই ১৩ জনের মধ্যে সাতজনকে মিশন হাসপাতালে, তিনজনকে সংক্রমক ব্যধি হাসপাতালে এবং তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, জ্বর-সর্দি-কাশিসহ যারা সন্দেহভাজান তাদের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের শ্বাসকষ্টও আছে তাদের সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং অন্য রোগে আক্রান্ত যে রোগীদের জ্বর আছে তাদের রাখা হয়েছে পর্যবেক্ষণ ওয়ার্ডে।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সংক্রমক ব্যধি হাসপাতালে যে রোগী ভর্তি আছেন তার শারীরিক অবস্থা ভাল আছে। এছাড়াও ওই রোগীর স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার তাদের নমুনা পরীক্ষা করা হবে বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ