করোনাভাইরাস (কোভিড-১৯) সংকট কাটিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ইউরোপের দেশ ডেনমার্কে। সেখানে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পরপরই সেলুনে গিয়ে চুল কাটার হিড়িক পড়েছে। প্রায় এক মাসের বেশি সময় লকডাউনে থাকা ডেনমার্কবাসী রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে সেলুনগুলোতে।
জানা গেছে, সিরিয়ালের অন্য অপেক্ষা করতে হচ্ছে লম্বা সময়, অনেক জায়গায় রীতিমতো বুকিং দিতে হচ্ছে। এক মাসের বেশি সময় কর্মহীন থাকলেও এখন গ্রাহকের চাপে দম ফেলার ফুরসত নেই সেলুন-কর্মীদের। সংক্রমণ এড়াতে বেশ সতর্কও তারা।
দেশটিতে গত কয়েক সপ্তাহে অফিসের কাজে বেশ কয়েকবার ভিডিও কনফারেন্সে অংশ নিতে হয়েছে। অনেককেই দেখেছি ঘরে চুল কেটে চেহারা ভদ্রস্থ রাখার চেষ্টা করেছেন। এলোমেলো কাটায় অবশ্য অনেককে আরও বেশি অদ্ভুত লেগেছে। আবার অনেকে চুলকে বাড়তে দিয়েছেন, করোনার এই সংকটে এটা নিয়ে মাথাই ঘামাননি।
এদিকে, প্রকোপ কমলেও ভয় কাটেনি করোনা সংক্রমণ নিয়ে। এখনও অবলম্বন করতে হচ্ছে বিশেষ সর্তকতা। উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস মহমারীতে ডেনামার্কে এখন পর্যন্ত সাত হাজার ৯১২ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনশ’ ৭০ জনের। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার সাতশ জন।
বিডি-প্রতিদিন/শফিক