করোনার উপসর্গ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ইদ্রিস শাহ্ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে। আজ সকালে তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি নেওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডঃ আব্দুর রশিদ জানান, যেহেতু রোগীর শ্বাসকষ্ট ও মাথাব্যাথা ছিলো। সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর করোনা পজেটিভ কিনা তা নিশ্চিত হওয়া যাবে। এছাড়া চিকিৎসকেরা কোন রকম সুরক্ষা ছাড়ায় রোগীর চিকিৎসা দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার