গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৪ সদস্যের একটি পরিবারের ৩ জনই করোনাভাইরাসে (পজিটিভ) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই পরিবারটি একটি নার্সিং পরিবার। আক্রান্তের মধ্যে স্বামী-স্ত্রী ও পুত্র রয়েছেন।
আক্রান্ত পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ বায়জিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার পর সোমবার রাতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠা (আইইডিসিআর) থেকে রিপোর্ট এলে ওই পরিবারের ৩ জন করোনা পজেটিভ বলে জানা যায়।
এ ঘটনায় তারা জেলা সিভিল সার্জন মারফত স্থানীয় হাসপাতাল থেকে করোনার বিষয়টি নিশ্চিত হন।
কাপাসিয়া উপজেলায় একই পরিবারের একাধিক সদস্যের করোনাভাইরাস আক্রান্তের ঘটনা এটাই প্রথম। এই পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন তরগাঁও গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এই পরিবারের মোট সদস্য ৪ জন। ৪ জনের মধ্যে পরিবারের ৩ জনই করোনায় আক্রান্ত।
স্বামীর বয়স আনুমানিক ৪৩ বছর, স্ত্রীর বয়স আনুমানিক ৩৯ বছর। পুত্রের বয়স ১৬ বছর হবে। পরিবারের ৩ জনই নিজ বাসায় আইসোলেশনে রয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন