নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক ও একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আবদুল মোমেন।
সিভিল সার্জন আবদুল মোমেন বলেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক ও একজন স্টাফের করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষা শেষে তাদের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে।
বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন