গেল বছরের ডিসেম্বরে চীনে উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২৫ লাখ ৭৯ হাজার ৭০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৪৭ জন।
বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে বিশ্বে করোনার দাপটে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মাত্র ৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার পল কেলি এই তথ্য জানিয়েছেন।
প্রফেসর পল কেলি বলেন, এই সফলতার পেছনে রয়েছে সামাজিক দূরত্ব মেনে চলা। ফেডারেল সরকারের আরোপ করা সামাজিক দূরত্বের নিয়মটি করোনা মোকাবেলায় খুব কাজে দিচ্ছে। পরে হয়তো আমার আরও সফল হবো।
পল কেলি বলেন, বারবার পরীক্ষা করে আরও নতুন সংখ্যক কেস সন্ধান করছি আমরা। করোনার লক্ষণ ছাড়াও বা হালকা করোনা লক্ষণ রয়েছে এমন রোগীর সন্ধান করছি আমরা।
এর আগে, মার্চের ৩০ তারিখ করোনা নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করে দেশটির সরকার। সেখানে বলা হয়, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। দুই জনের বেশি মানুষ এক সঙ্গে হাঁটতে পারবেন না। তবে অবশ্যই তাদের এক ঘরের হতে হবে। এমনকি দেশটিতে বিয়ে ও শেষকৃত্যের সময়ে গণজমায়েত নিষিদ্ধ করা হয়।
দেশটির জনগণ এই পরামর্শ মেনে চলে বলে জানিয়েছেন পল কেলি। আর তাতেই মিলছে সাফল্যের দেখা। করোনায় নতুন করে আক্রান্তের হার নিচের দিকে নামতে শুরু হয়েছে।
করোনায় অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৪৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন