কুড়িগ্রামের রৌমারীতে আরও এক যুবক (২৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। এ নিয়ে রৌমারী উপজেলায় ২ জনসহ জেলায় মোট ৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত যুবক জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে নারায়ণগঞ্জ থেকে গত দুই সপ্তাহ আগে রৌমারী উপজেলার তার বাড়িতে চলে আসে।
রৌমারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, এপ্রিলের ৮ তারিখে নারায়ণগঞ্জ থেকে সে বাড়িতে আসে। এর ১০ দিন পর ওই যুবকসহ ৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হয়। বুধবার বিকেলে ৩ জনের রিপোর্ট আসলে দুইজনের নেগেটিভ হলেও ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়।
এদিকে, রৌমারী উপজেলায় এ পর্যন্ত দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ায় এ উপজেলার মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, একই উপজেলায় দুই জন আক্রান্তের খবরে মানুষ একটু ভীত হলেও সচেতন হতে হবে।
তিনি বলেন, পূর্বে আক্রান্ত এলাকার দুইটি ওয়ার্ড লকডাউন করে প্রশাসন। এবারও আক্রান্ত ওই যুবকের বাড়িসহ আশে পাশে লকডাউনের পরামর্শ দেয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত কুড়িগ্রামে ৩০৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে ১৮৮ জনের প্রাপ্ত রিপোর্টের মধ্যে ১৮৪ জনের নেগেটিভ ও ৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। পজিটিভ ৪ জনের মধ্যে ২ জন রৌমারী, ১ জন ফুলবাড়ি এবং ১ জন কুড়িগ্রাম সদর উপজেলার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন