খুলনার রূপসায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মোবাইল সার্ভিসিং কর্মী নূর আলম খান। এবার তার দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার তার ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ফাহিম (১৪) ও মাহিম (৩) এর নমুনা পরীক্ষার পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সকালে করোনার উপসর্গ নিয়ে মারা যান নূর আলম খান। পরে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নূর আলমের সংস্পর্শে আসা মোট ৬ জনের নমুনা পরীক্ষায় দুই ছেলের পজেটিভ ধরা পড়ে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন