সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সংলগ্ন বেলকুচি ও উল্লাপাড়ায় করোনা রোগী শনাক্ত এবং সড়ক ও নৌ-পথে বিপুল পরিমাণ মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় শাহজাদপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে শাহজাদপুর উপজেলা নির্বাহী শাহ মো. শাহসুজ্জোহা এ তথ্য জানান।
গণবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন সড়ক ও নৌ-পথে প্রচুর পরিমাণে মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসে গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে। এছাড়াও শাহজাদপুর উপজেলা সংলগ্ন বেলকুচি উপজেলাতে একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় ৫টি গ্রাম এবং উল্লাপাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
লকডাউন চলাকালে উপজেলার অভ্যন্তরে সড়ক ও নৌ-পথে কেউ প্রবেশ এবং বাহির হতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন