মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারসহ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জন। মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫১ জন।
বুধবার ৩২ জন রোগীর ফলাফল পাঠায় স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মধ্যে ৬ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে।
নতুন আক্রান্তরা হলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ ২ জন পুরুষ এবং ১ জন নারী, সদরের হাতিমারা এলাকায় ৩৪ বছর বয়সী নারী, শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় ৫৮ বছর বয়সী পুরুষ এবং বেজগাঁও এলাকায় ৩৫ বছর বয়সী নারী। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন।
এ বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আজ সকালে ৩২ জনের ফলাফল পাঠায় আইইডিসিআর। এর মধ্যে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়। জেলার বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন ২৫ জন। আর হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২৩ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন