বান্দরবানের লামা উপজেলায় প্রথম করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টায় এক নারীর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে নিশ্চিত করেছেন লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক। গত ১৬ এপ্রিল ওই নারী ও তার স্বামীর নমুনা সংগ্রহ করা হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, আক্রান্ত ওই নারীর শরীরে করোনার কোন লক্ষণ এখনো দেখা যায়নি। তিনি এখনো সুস্থ আছেন। আগামী ৭ দিন পরে আবারো তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া ওই বাড়ির আশপাশের সবার নমুনা সংগ্রহ করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে রাখা হয়েছে। যদি তার শরীরের অবস্থা অবনতি হয় তাহলে তাকে চমেক হাসপাতালে আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।
লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, নমুনা সংগ্রহের পর থেকে ওই পরিবারটিকে হোম কোয়ারেন্টাইন করা হয়। বুধবার ওই বাড়ির সকল সদস্য ও আশপাশের সন্দেহভাজন লোকজনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
করোনা আক্রান্ত নারীর স্বামী চট্টগ্রামে গাছ কাটার কাজ করতেন। গত ১৪ দিন আগে তিনি লামায় নিজ বাড়িতে এসেছিলেন।
বুধবার সকালের করোনা আক্রান্ত ওই নারীর বাড়িতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে হাজির হন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার সবাইকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেছেন।
লামা হাসপাতাল সূত্রে জানা যায় গত ২৪ মার্চ লামা উপজেলা লকডাউন ঘোষণার পর থেকে ২২ এপ্রিল পর্যন্ত ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৩২ জনের রিপোর্ট এসেছে। তারমধ্যে ১ জনের করোনা পজেটিভ, বাকিরা নেগেটিভ। বাকি ২৪ জনের রিপোর্ট কয়েকদিনের মধ্যে আসতে পারে। আজ বুধবার করোনা পজেটিভ মেরাখোলা মুসলিম পাড়া এলাকায় ১১ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা