গত ২৪ ঘণ্টায় রংপুর নগরীতে এক নারীসহ বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রামে মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে একদিনে ৯৪টি নমুনা পরীক্ষা করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নগরীতে দুই জনের করোনা শনাক্ত হল।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুরের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে রংপুর নগরীর শালবন মিস্ত্রীপাড়াতে ১ জন, কুড়িগ্রামের রৌমারিতে ১ জন, গাইবান্ধার সাদুল্লাপুরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ বিষয়ে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর শালবনে আক্রান্ত নারীর বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। তিনি গত কয়েকদিনে কোথাও গিয়েছিলেন? কার কার সাথে মিশেছেন তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন