ফরিদপুরের আলফাডাঙ্গায় এই প্রথম একজনের করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামে। তবে তিনি এ উপজেলার নিয়মিত বাসিন্দা নন।
সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার ফরিদপুরের সিভিল সার্জন অফিস করোনা পজেটিভ রোগী হিসেবে তাকে শনাক্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপোর্ট পাঠায়। বর্তমানে তিনি নিজ গ্রামের বাড়িতে চিকিৎসাধীন। উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে।
এ পর্যন্তু আলফাডাঙ্গায় করোনা সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্যাথলজি বিভাগ। তাদের মধ্যে পরীক্ষায় একজনের পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে এমন রিপোর্ট বুধবার বিকাল ৫টায় পেয়েছি এবং তার পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান জানান, ওই ব্যক্তি ঢাকা থেকে গত তিনদিন আগে এসে বাড়িতে অবস্থান করেন। ধারণা করা হচ্ছে ঢাকাতেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে তিনি আলফাডাঙ্গা মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/কালাম