প্রাণঘাতী করোনাভাইরাসে থামছেই না মৃত্যুর মিছিল। বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। ইউরোপের দেশ ইতালিতে এই ভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৪৩৭ জন। অবশ্য আগের দিনের তুলনায় সেখানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।
মঙ্গলবার ইতালিতে ৫৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সিভিল প্রোটেকশন এজেন্সি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৫ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জনে।
বেড়েছে সুস্থতার হারও। ইতালিতে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৫৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
দেশটিতে করোনায় মৃত্যুর অর্ধেকই হয়েছে লোম্বার্দি অঞ্চলে। সেখানে অন্তত ১২ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার ও আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/কালাম