যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড হাসপাতালে ২১ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় পরলোকগমন করেন তিনি।
ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নবেন্দু দাস এ সংবাদ নিশ্চিত করেছেন।
দীর্ঘ ২৩ দিন তিনি ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন । তাকেসহ ২১ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬৭ বাংলাদেশির মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেল। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ।
বিডি প্রতিদিন/কালাম