বিশ্বজুড়ে করোনার কবল থেকে সাধারণ মানুষদের বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ইতালি, ব্রিটেনসহ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন উপায়ে তাদের প্রতি সম্মানজ্ঞাপন করছেন। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে আমেরিকায় কর্মরত এক ভারতীয় চিকিৎসককে সম্মান জানানো হচ্ছে।
ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছেন ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। যা ইতোমধ্যেই দেখে ফেলেছেন ৪৫ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী। সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “কোভিড রোগীদের চিকিৎসায় নিঃস্বার্থ অবদানের জন্য অভিনব উপায়ে স্যালুট জানানো হচ্ছে ভারতীয় চিকিৎসককে।”
জানা গেছে, আমেরিকায় থাকা ওই ভারতীয় চিকিৎসকের নাম উমা মধুসূদন। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার সামনে দিয়ে যাচ্ছে গাড়ির র্যালি। সেই গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে তার সামনে। পোস্টার দেখিয়ে ধন্যবাদ জানাচ্ছেন তাকে। তিনিও হাত নেড়ে গ্রহণ করছেন সেই অভিবাদন।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, উমা মধুসূদন ভারতের মহীশূরের জিএসএস মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি আমেরিকার সাউথ উইন্ডসর হাসপাতালে কর্মরত।
বিডি প্রতিদিন/কালাম