মানিকগঞ্জে দুই জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক।অন্যজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।
আজ সকালে কর্নেল মালেক মেডিকেল কলেজেল অধ্যক্ষ ডা. মোহাম্মদ আখতারুজ্জামান এবং মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই দু'জনের করোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
আক্রান্ত চিকিৎসক দুইজন বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একজনের দেহেও করোনার ভাইরাস শনাক্ত হয়নি। আক্রান্ত দুই চিকিৎসকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা ঢাকায় হয়েছে বলে তাদের রিপোর্ট মানিকগঞ্জে নেই।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় ৩৭৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার