বগুড়ায় নমুনা পরীক্ষায় আরও সাত জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ১৩ জন করোনা নিয়ে ভর্তি হয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজার রহমান তুহীন জানান, আগে থেকে আইসোলেশন কেন্দ্রে ৫ জন করোনা রোগী ভর্তি ছিল। আরও ৭ জনের নমুনায় করোনা সনাক্ত হয়েছে। এরা ধুনট, সোনাতলা, বগুড়া সদর, সারিয়াকান্দী, দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা।
করোনায় সংক্রমিত ব্যাক্তিরা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা