মৌলভীবাজার কুলাউড়ায় পুলিশ সদস্যসহ দুই জন করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়েছেন। নমুনার ফলাফল জানার পর কুলাউড়া থানার ২০ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। আর উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের সনাক্ত নারীর বাড়ীসহ ১২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল হক জানান, বুধবার রাতে ওই পুলিশ সদস্য ও ৬০ বছর বয়সী এক নারীর করোনার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পুলিশ সদস্যকে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে সনাক্ত হওয়া নারী নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। তবে উভয়ের শারিরিক অবস্থা ভাল আছে। তাদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানিয়েছেন, দুইজন আক্রান্ত হওয়ার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা