গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে হলো ১২৭ জন। নতুন করে ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১০৮ জন।
আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, গণমাধ্যেমে প্রকাশ পেয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে তা সঠিক নয়। সরকার এরকম কোন ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। আমি আহ্বান করছি কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বিবৃতি দিবেন না। এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় ও সরকারের নীতি বহির্ভূত।
উল্লেখ্য, গেল ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রাণঘাতী এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণের চলাচলে বিধি-নিষেধ আরোপ করে সরকার। বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব অফিস। সেই ছুটি কয়েক দফায় বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/শফিক