বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১০ দাবিতে জয়পুরহাটে পেট্রল পাম্পে ধর্মঘট
- মুন্সিগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু, এক দিনেই মিলবে নামজারি
- চাকরি জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গায় নকল নবীশদের মানববন্ধন
- ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার’
- সবার জন্য সতর্কবার্তা পুলিশ সদর দফতরের
- ছাত্রদল কর্মী রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
- খাগড়াছড়িতে ভূমি মেলা উপলক্ষ্যে র্যালি
- ফরিদপুরে চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
- ঝালকাঠিতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
- আনচেলোত্তির ব্রাজিল দলে থাকছেন না রদ্রিগো?
- সেই পাপিয়ার চার বছরের কারাদণ্ড
- নাগরিক সমাজ ছাড়া জাতীয় ঐকমত্য অসম্ভব: আলী রীয়াজ
- চাঁদপুরে ৩ কোটি টাকার চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত
- সালাহউদ্দিন আহমদকে নিয়ে যা লিখলেন প্রেস সচিব
- যশোরে ইজিবাইক চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা
- ৩ জুন থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু
- সোমবার থেকে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু
- সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
- পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার
রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১২ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

জ্বর-সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া এই ১২ জনের মধ্যে পাঁচজনকে মিশন হাসপাতালে, তিনজনকে সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ওয়ার্ড ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, জ্বর-সর্দি-কাশিসহ যারা সন্দেহভাজন তাদের মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ বেশি তাদের সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং অন্য রোগে আক্রান্ত যে রোগীদের জ্বর আছে তাদের রাখা হয়েছে পর্যবেক্ষণ ওয়ার্ডে।
তিনি বলেন, আগের দিন যারা ভর্তি হয়েছিল তাদের মধ্যে মিশন হাসপাতালের সাতজন ও আইডি হাসপাতালে রাখা তিনজন এই ১০ জনের পরীক্ষা বুধবার সম্পন্ন হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। নতুন যে ১২ জন ভর্তি হয়েছে তাদের মধ্যে আটজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডা. সাইফুল বলেন, করোনা রোগীর সংস্পর্সে যাওয়ায় রামেক হাসপাতালের ২১ চিকিৎসকসহ ৪২ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে পাঁচজন চিকিৎসকসহ ১৮ জনের পরীক্ষা করা হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ এসেছে। বাকিদের মধ্যে কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রাজশাহী জেলার এ পর্যন্ত আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাঘায় একজন, বাগমারায় একজন ও মোহনপুরে একজন। এদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। তাদের মধ্যে সাতজন ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন। আর বাঘায় আক্রান্তের ছেলে এসেছেন ঢাকা থেকে।
এই বিভাগের আরও খবর