দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণকারী ৭ জনই ঢাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশসাশন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি বলেন, তিনি বলেন, করোনায় শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনই ঢাকার। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। সাতজনের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ২ জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১ জন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নাসিমা সুলতানা এ কথা জানান। তিনি আরও জানান, করোনায় মোট আক্রান্তের ৮৫.২৬ শতাংশই রাজধানী ও ঢাকা বিভাগের বাসিন্দা। ঢাকা সিটির মধ্যেই মোট করোনা আক্রান্তের সর্বাধিক ৪৫.৫১ শতাংশের বাস। এর বাইরে ঢাকা বিভাগের সব জেলা মিলে আক্রান্ত ৩৯.৭৫ শতাংশ। রাজধানীর বাইরে ঢাকা বিভাগের মধ্যে সর্বাধিক আক্রান্ত নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে।
বিডি-প্রতিদিন/শফিক