মেহেরপুরের মুজিবনগর উপজেলা লকডাউন ঘোষণা করেছে জেলা কমিটি। সেই সাথে করোনাভাইরাসে মৃত ইদ্রিস শাহর দাফন কাজে অংশ নেওয়া সকলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি।
এর আগে, গতকাল বুধবার সকালে মুজিবনগরের ভবেরপাড়া গ্রামে ইদ্রিস শাহ নামের একজন করোনার উপসর্গ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পুরে দুপুরের দিকে সে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার নমুনা সংগ্রহ করে যশোরে পাঠানো হয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে ইদ্রিস শাহ'র করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে।
ইদ্রিস শাহ'র করোনা টেস্টের ফলাফল পজিটিভের তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. নাসির উদ্দীন।
এরপরই মুজিবনগর উপজেলাকে লকডাউন ঘোষণা করে জেলা কমিটি। এ দিকে, ইদ্রিসের দাফন কাজে অংশ নেওয়া উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজানুর রহমান, ওসি (তদন্ত) সহ দাফন কাজে অংশ নেওয়া অপর ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন