করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল গার্মেন্ট শ্রমিক জুলমত হোসেন ময়মনসিংহের ভালুকায় মৃত্যুবরণ করেন। পরে আজ (বৃহস্পতিবার) সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে।
করোনার উপসর্গ থাকায় গ্রামবাসী তো দূরের কথা, পরিবারের কেউ ছুয়ে দেখেনি জুলমতের মরদেহ। তখন হতভাগা এই গার্মেন্ট শ্রমিকের দাফনে এগিয়ে আসলো উপজেলা ছাত্রলীগ।
লোক মাধ্যমে খবর পেয়ে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেলসহ তার সহযোদ্ধারা এতে অংশ নেন। ওই গার্মেন্ট শ্রমিকের লাশ দাফন-কাফনের ব্যবস্থা করেন তারা।
জানাজার নামাজ পড়ান ইমাম ছাব্বির সরকার। দাফন ও কাফনে অংশ নেন শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, রিয়াদ, নিয়ন, আশরাফুল, রাকিব ও সুমন, কাইফ আহমেদ সজিব, মিঠুন, পারভেজ, বিপুল।
এর আগে উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতারা করোনার সন্দেহে আরেক রোগীর দাফন-কাফনের ব্যবস্থা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন