বরগুনার পাথরঘাটায় দুইজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। এর মধ্যে একজন পাথরঘাটা আইসোলেশনে, অপরজন বরগুনায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের দুইজনই বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্যকালমেঘা ও ঘুটাবাছা গ্রামের বাসিন্দা।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ঘুটাবাছা গ্রামের বাসিন্দা নারায়নগঞ্জ থেকে আসা একজনকে পাথরঘাটা কে.এম. মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার পর আজ শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। অপরজন, মধ্যকালমেঘা গ্রামের বাসিন্দা। সে বরগুনা থাকায় তার নমুনা পজেটিভ হওয়ায় সেখানেই রয়েছে।
জানা যায়, দু'জনের মধ্যে ঘুটাবাছা গ্রামের বাসিন্দা নারায়নগঞ্জ থেকে গত শুক্রবার (১৭ এপ্রিল) আসে। পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকালে ওই ব্যক্তিকে একই বংশের আজগর আলীর ছেলে রুহুল আমিন নারায়নগঞ্জ থেকে আসার কারণ জানতে চাওয়ায় পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় করোনা আক্রান্ত ওই ব্যক্তি। এতে রুহুলের মাথায় ৬টি সেলাই লাগে। ঘটনার দিন উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে বাড়ি থেকে এনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার পরে গত মঙ্গলবার (২১ এপ্রিল) নমুনা পাঠানো হলে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ