কক্সবাজারের টেকনাফে আরও এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি গত ১০ দিন আগে ঢাকায় তাবলীগ শেষে টেকনাফে ফেরত আসেন।
তাবলীগ ফেরত ওই ব্যক্তি উপজেলার হোয়ইাক্যং ইউনিয়নের খারাইংগ্যাঘোনা গ্রামের বাসিন্দা। তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার মেডিকেলে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়ার পর এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
এর আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত টেকনাফে ১০৫ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ওই তাবলীগ ফেরত ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এলেও বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে গত রবিবার ঢাকা কারওয়ান বাজার ফেরত এক ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়।
টেকনাফে এ পর্যন্ত দুইজনের কোভিড-১৯ শনাক্ত হল।
আজ শুক্রবার নতুন করে ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত ৬২১ জন হোম কোয়ারেন্টাইন করা হয়।
হোম কোয়ারেন্টাইনের ১৪ দিন মেয়াদ পূর্ণ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ১৩৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৮৪ জন।
ডা. টিটু চন্দ্র শীল জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা পুঁতে লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সরকারি নির্দেশ অমান্য করে রাতের বেলা দোকান খোলা রাখা ও অযথা বাইরে ঘুরাঘুরি করার দায়ে সাড়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম