বরগুনা জেলায় করোনাভাইরাসে নতুন করে ৩ জনের পজিটিভ রিপোর্ট আসায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। এরমধ্য মৃত্যু হয়েছে ২। বর্তমানে আক্রান্ত ২১ জনের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১০ জন। আমতলী স্বাস্থ্য কেন্দ্রে ১ জন।
অন্যরা নিজ নিজ বাড়িতে হোম কোরায়েন্টিয়ে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার রাত ১০টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে যে ৩জনের শরীরে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে তাদের ২ জনের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে। এদের একজনের বয়স (২৪) আর অন্য একজনের বয়স (৩৪)।
জানা গেছে এদের কেউই কোন বিদেশ থেকে আগত কিংবা করোনা রোগীর সংস্পর্শে আসেননি। সামাজিক দূরত্ব মেনে না চলায়ই তাদের আক্রান্তের কারণ মনে করা হচ্ছে। অপর আক্রান্ত একজন নারী (২৯)। বাড়ী আমতলী উপজেলার চাওয়া ইউনিয়নের কালী বাড়ী গ্রামে। ইতোপূর্বে তার স্বামীও করোনায় আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল