কুমিল্লায় গৃহশিক্ষকসহ নতুন করে আরও পাঁচ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।
শুক্রবার কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুইজন, তিতাস, দেবিদ্বার ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ হাজার ১০৫ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭৭৭ জনের।
মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজমুল আলম জানান, উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের ও উত্তর রামচন্দ্রপুরের দুই জন পুরুষ আক্রান্ত হয়েছেন।
এদিকে, কুমিল্লার তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামের ৩০ বছর বয়সী এক নারী আক্রান্ত হয়েছেন। এছাড়া মনোহরগঞ্জের মৈশাতুয়া গ্রামের ঢাকা ফেরত এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। দেবিদ্বারে বাগুর গ্রামের করোনায় মৃত শাহাজালাল মেম্বারের বাড়ির গৃহশিক্ষকও করোনায় আক্রান্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন