কক্সবাজারের টেকনাফে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা। আজ বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
ডা. টিটু চন্দ্র শীল বলেন, আরও এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। আজ শুক্রবার তার করোনা রিপোর্ট পজেটিভ ফলাফল আসে।
তিনি আরো বলেন, গতকাল সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই ব্যক্তিসহ ১৪ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এতে বাকী ১৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। শনাক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ঢাকা ফেরত উপজেলার হোয়াইক্যং ও বাহারছড়া দুইজনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। পরে তাদের পরিবারের অন্য সদস্যদের নমুনা টেস্টে সবাই নেগেটিভ আসে। এরপরও স্থানীয় প্রশাসন করোনা শনাক্ত ব্যক্তিদেরকে আইসোলেশনে নিয়ে এসে তাদের বাড়ি লকডাউন ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল