মানিকগঞ্জে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ বছর বয়সী ১ জন নারী এবং ঘিওর ও সাটুরিয়া উপজেলার ২ জন যুবক।
শুক্রবার মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই ৩ জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। আক্রান্তরা সকলেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ওই ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন