চাঁদপুর জেলা ও উপজেলা থেকে করোনাভাইরাসের সংগৃহীত নমুনার অপেক্ষমান ৭৩টির মধ্যে ২৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১ জনের রিপোর্ট পজেটিভ, আর ২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন একজনসহ চাঁদপুর জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২ জন।
শুক্রবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পজেটিভ রিপোর্ট আসা একজন হচ্ছেন সদর উপজেলার কামরাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ফয়সালের শ্যালিকা। তিনি ওই বাড়িতেই আছেন। এর আগে ফয়সালের শ^শুরের রিপোর্ট পজেটিভ আসে। তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, আক্রান্ত ওই নারীর শিশুকে মায়ের কাছ থেকে আলাদা রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই নারী বাড়িতেই চিকিৎসা নিবেন। বেশী অসুস্থতা দেখা দিলে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন