করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডের জমজ দুই বোন। বিবিসি জানিয়েছে তিন দিনের ব্যবধানে একই হাসপাতালে তাদের মৃত্যু হয়।
চিল্ড্রেন নার্স ডেভিস ৩৭ মৃত্যুবরণ করেন গত মঙ্গলবার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে। আর সাবেক নার্স এমা মৃত্যুবরণ করেন শুক্রবার সকালে।
তাদের অপর বোন জো বিবিসিকে বলেছেন, তারা সবসময় বলত, তারা এক সাথে এসেছে, এক সাথেই চলে যাবে। তিনি বলেন কি আশ্চার্যজনক জুটি তারা, একসাথে তারা অসুস্থ হয় এবং একই হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
তারা কতটা বিশেষ ছিলো তা বর্ণনা করার মতো কোনও শব্দ নেই, আমার কাছে। তিনি বলেন, তারা করতে চেয়েছিলো তা হল অন্য লোকদের সাহায্য করা। এমনকি তারা যখন ছোট ছিলো তখনও তারা পুতুলের যত্ন নেওয়ার জন্য ডাক্তার নার্স সেজে কাজ করত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ