চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সামাজিক দূরত্ব না মানার প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একজন আহত হয়েছে এবং প্রভাবশালীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার।
জানা গেছে, গত শুক্রবার গোমস্তাপুর উপজেলার একটি মসজিদে জুম্মার নামাজে সামাজিক দূরত্ব না মেনে নামাজ পড়ানো হয়। তাই নামাজ শেষে স্থানীয় যুবক আহসান ও তার ভাই মহসিন এর প্রতিবাদ করলে মহল্লার মোড়ল ও মসজিদ কমিটির সভাপতি মো. হুমায়ন গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। পরে তারা হামলাও চালায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ জসীম উদ্দীন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযোগ রয়েছে সামাজিক দূরত্ব না মেনেই ওই মসজিদে সকল ওয়াক্তের নামাজ আদায় করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা