কক্সবাজারের টেকনাফে নবম শ্রেণির এক স্কুল ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের ডেইল পাড়ার বাসিন্দা। আক্রান্ত রোগীকে কক্সবাজার রামু ডেডিকেটেড আইশোলেসন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বিকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে তার নমুনা সংগ্রহ করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান,ওই ছাত্রের গত কয়েক দিন আগে জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথায় আক্রান্ত হওয়ায় পরে সন্দেহজনক তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে। এ খবর আসার পর করোনা রোগীর বাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম ও পুলিশসহ গিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, টেকনাফে এ নিয়ে ছয়জন কোভিড-১৯ করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে করোনাকে জয় করে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
এ পর্যন্ত ৪৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার পর্যন্ত ছয়জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আরও ৮ জনের নমুুনা সংগ্রহ করে টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৬৫০ জন রয়েছে। বাকিদের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ