চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ এলাকায় শতাধিক নারী ত্রাণ পেতে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়েছে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, সোনামসজিদ এলাকার কুরবান, ওবাইদুল, রাজুসহ একটি সিন্ডিকেট কয়েকদিন আগে গ্রামে গ্রামে গিয়ে শতাধিক নারীর কাছ থেকে ত্রাণ দেয়ার কথা বলে ২ থেকে ৩’শ টাকা করে আদায় ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে। কিন্তু কয়েকদিন পার হলেও ত্রাণের কোন খবর না পেয়ে প্রতারণার শিকার নারীরা টাকা ও ভোটার আইডি কার্ড ফেরত চান। কিন্তু তাদের গালমন্দ করে এবং ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়া হয়। এনিয়ে প্রতারিত নারীরা সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বিক্ষোভও করেছেন।
ভুক্তভোগীরা জানান, রমজান শুরুর আগে করোনার কথা বলে বাড়ি বাড়ি গিয়ে কুরবান, রাজু ত্রাণ দেয়ার কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ২ থেকে ৩’শ করে টাকা সংগ্রহ করে। কোন কোন পরিবারের ৫/৬ জন সদস্যের কাছ থেকেও টাকা নেয়ার অভিযোগ করেছেন তারা। কিন্তু দীর্ঘ দিন পার হলেও হতদরিদ্র পরিবারগুলোকে ত্রাণ বা টাকা কোনটাই দেয়া হয়নি। এখন ত্রাণ বা টাকা চাইতে গেলেই কুরবানসহ ওবায়দুল, রাজু মারতে উদ্দত হয় এবং বেশি বাড়াবাড়ি করা হলে মেরে ফেলার হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত কুরবান আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
বিডি প্রতিদিন/ফারজানা