নীলফামারীর জলঢাকায় করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। ৫০ বছর বয়সী এই নারী শনিবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা এলাকার বাসিন্দা অফিউন নেছা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ জানান, ৬ মে তার নমুনা সংগ্রহ করে পরদিন দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। শুক্রবার তার পজিটিভ আসে। তিনি জানান, নমুনা সংগ্রহের দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। এ নিয়ে জেলায় দুজনের মৃত্যু হলো।
বিডি প্রতিদিন/আল আমীন