সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল মুঈদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। করোনা পজিটিভ হয়ে তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া করোনায় আক্রান্ত এই দম্পতির ছেলে ও মেয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল মুঈদের করোনা আক্রান্তের তথ্য জানিয়ে কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স বলেন, শনিবার সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এছাড়া তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, আরেক কৃষিবিদ নুরুল আমিনও করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে আছেন। তার ফলাফল এখনো আসেনি।
২৯ এপ্রিল সুনামগঞ্জে ধানকাটা কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল মুঈদ ও কৃষিবিদ নুরুল আমিন কৃষিমন্ত্রীর সাথে ছিলেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম