করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াল।
যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও যুক্তরাজ্যের পর বিশ্বের পঞ্চম দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখের কোটা পেরিয়ে গেল রাশিয়ায়।
রবিবার রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজার ১২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন।
রাশিয়ায় এ পর্যন্ত প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৯১৫ জনের। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৮ জন।
রাশিয়ায় এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৩০৬ জন। এখনও চিকিৎসাধীন ১ লাখ ৭৩ হাজার ৪৬৭ জন। এদের মধ্যে ২ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/আরাফাত