বাগেরহাট জেলায় নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এই দু’জন স্বামী-স্ত্রী। তাদের বাড়িসহ চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রামের ৫টি বাড়ি আজ সোমবার দিবাগত রাত থেকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এনিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের স্বামী-স্ত্রী ইমরান শেখ (২০) ও তার স্ত্রী সুমী আক্তার ঢাকায় বসবাস করতেন। ঢাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ইমরান স্ত্রীকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বশুরবাড়ি চলে আসেন। তাদের ঢাকা থেকে আসার বিষয়টি এলাকাবাসী জানতে পেরে স্বাস্থ্য বিভাগকে জানায়। এই দু’জনের নমুনা পরীক্ষার জন্য টুঙ্গিপাড়া থেকে পিসির ল্যাবে পাঠানো হয়। দুই দিন আগে তারা টুঙ্গিপাড়া থেকে বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রামে চলে আসে। সোমবার রাতে আইইডিসিআর থেকে তাদের করোনা পজিটিভ বলে জানানো হলে উপজেলা প্রশাসন থেকে রাতেই ওই বাড়িসহ আশপাশের ৫ বাড়ি লকডাউন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক