জয়পুরহাটে একই পরিবারের তিনজনসহ আরও আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জন।
সোমবার রাতে (১১ মে) আইইডিসিআরে থেকে পাঠানো রিপোর্টে জয়পুরহাটের ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা নেগেটিভ হলেও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন- পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের বাবা (৬৮), ছেলে (৪৫), পুত্রবধূ (৩৮), সমসাবাদ গ্রামের ভারতের তীর্থ স্থান থেকে ফিরে আসা এক নারী (৫৫), নন্দাইল গ্রামের এক কিশোর (১৭), সদর উপজেলার হানাইল গ্রামের স্বাস্থ্য সহকারী (৪৭), উত্তর জয়পুর গ্রামের এক নারী (৪০) ও জয়পুরহাট পৌর শান্তিনগর এলাকার ভাড়াটিয়া যুবক (৩২)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন