ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা সন্দেহে ভর্তি হওয়া ৮ রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ব্যক্তিদের বাড়িঘর ও এলাকা লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হওয়া ৮ জনের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। রবিবার বিকাল থেকে গতকাল বিকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। ২ মে থেকে গতকাল পর্যন্ত ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে ৯০ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জন হলেন- ঢাকার বাচ্চু মিয়া (৬০), জীবন নাহার (৫৫), পরিমল দে (৫৫), ডা. আনিসুর রহমান (৬০), খোদেজা বেগম (৬৫), পাবনার জান্নাতুল ফেরদৌসী (৪০), নারায়ণগঞ্জের রিমন হোসেন (২৬) এবং ঝালকাঠির ফাতেমা বেগম (৭২)। এদের মধ্যে পরিমল দের করোনা পজেটিভ ছিল।