গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ৮৪৭ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়েছেন আরও তিন হাজার ৬৮২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।
মঙ্গলবার মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত