৫ জুলাই, ২০২০ ২৩:৪১

করোনায় মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

অনলাইন ডেস্ক

করোনায় মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ার।

রবিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ডা. নুরুল আনোয়ার ঢাকা মেডিকেল কলেজের ১৯৬১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ফার্মাকোলজি বিষয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ, সাবেক আইপিজিএমআরের (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন। একই সঙ্গে তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর